ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৬ এপ্রিল ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শুক্রবার দুপুরে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জোবায়ের চৌধুরী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন।

এছাড়া নির্বাহী পরিষদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ মাধ্যমকর্মীদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি