ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, দেশ ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রস্তুত রয়েছে।  প্রতিষ্ঠা লগ্ন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ সেবায় রয়েছে। আগামি দিনগুলোতেও শান্তির বার্তা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

এসময় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মাহবুব হাসান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সদস্য মির্জা মোশেদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি