ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ববিতে মানববন্ধন

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৩৬, ৬ ডিসেম্বর ২০২০

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সম্মানে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তীব্র নিদা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্যে রাখেন,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম ও সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ভালো মহাসড়ক হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি