ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর মেজো বোন শেখ আছিয়া খাতুনের মৃত্যুবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৮ জুন ২০২৩

বুধবার (২৮ জুন) সকাল ৯ টায় বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন শেখ আছিয়া খাতুন এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন শেখ আছিয়া খাতুনের মৃত্যুবার্ষিকী। যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী। বাঙালির সকল মুক্তি-সংগ্রামের একজন প্রত্যক্ষ স্বাক্ষী ছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামের সময় অর্থাৎ ৬২’এর শিক্ষা আন্দোলন, ৬৬’এর ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামের এমন কোন নেতা নাই যিনি আমার দাদির সান্নিধ্যে আসেন নাই। 

তিনি আরও বলেন,  আমার দাদি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। মানুষকে ভালবাসতেন, খুব সহজেই মানুষকে কাছে টেনে নিতেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে দাদির ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে আমার দাদি তার বাবা-মাকে সেবা করতেন। কারণ তিনি গোপালগঞ্জেই থাকতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এটা ছিল বিশাল স্বস্তিদায়ক জায়গা। যারা দীর্ঘদিন যুবলীগ করেন তাদের অনেকে আমার দাদির আদর স্নেহ ভালবাসা পেয়েছেন। আমরা ছোট বেলায় মা-বাবাকে হারিয়েছি। আমার দাদি কখনো আমাদেরকে মা-বাবা হারানোর বেদনাকে অনুভব করতে দেন নাই।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি