ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বঙ্গমাতা ফুটবলের থিম সং ‘বিজয় মশাল’

প্রকাশিত : ১৫:৪৮, ১১ এপ্রিল ২০১৯

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে তৈরি করা হয়েছে থিম সং ‘বিজয় মশাল’।

‘তুমি যাও এগিয়ে, শত বাধা পেরিয়ে
পথের কাঁটাটা পথেই পড়ে
দাও ডানা উড়িয়ে, যাও সীমা ছাড়িয়ে
আলোর ভোরে সাজো নতুন করে’-

এমন কথায় থিম সং-টি লিখেছেন রাকিব হাসান এবং ফয়সাল সিদ্দিক। গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, এলিটা, পড়শী, দোলা এবং কুমকুম। অদিত করেছেন সুর এবং সঙ্গীতায়ন। আশফাকুজ্জামান বিপুলের পরিচালনায় থিম সংটির ভিডিও দেখা যাবে সোশ্যাল মিডিয়া এবং টিভি পর্দায়। আরটিভি, নাগরিক টিভি এবং রেডিও ভূমি ৯২.৮ এফএম প্রচার হবে এই থিম সং।

 

থিম সং-এ আরো একজন তারকা আছেন। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান। সঙ্গে ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও।

উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৬ জাতির এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে তাজিকিস্তান, কিরগিজস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ।

কৃষ্ণা-মারিয়ারা টুর্নামেন্টে খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ আরব আমিরাত ও কিরগিজস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ এপ্রিল আরব আমিরাতের বিরুদ্ধে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি