ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বছর শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩১ ডিসেম্বর ২০২৪

বছরের শেষ দিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ব্যয়ের হিসাব দিয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সহযোগিতার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত মোট প্রায় ৪৮ কোটি টাকা খরচ করা হয়েছে।

ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ২২৮ জনকে সহযোগিতা করা হয়েছে। এর মাঝে ৬৪৮ জন নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ টাকা।

আর বাকি ১৫৮০ জন হলেন আহত, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখের একটি বেশি।

জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি