ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বছরে লাভের ৫ শতাংশ শ্রমিক কল্যাণে দিতে হবেঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

শিল্প-অশিল্পসহ যেসব প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ন্যূনতম দু’শ কোটি টাকা সেসব প্রতিষ্ঠানকে বছরে লাভের ৫ শতাংশ শ্রমিক কল্যাণে দিতে হবে। এই নির্দেশনা না মানলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আর বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের বাস্তবায়ন দরকার। ধারবাহিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু দেশের শিল্পখাতের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। অবশ্য পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি উন্নতির দিকে। সম্প্রতি আইএলও মহাপরিচালক গাই রাইডার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি হলেও তা নিয়ে আতœতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, মজুরী, কারখানার নিরাপত্তা ও বীমা সুবিধা কোনটিই এখনও নিশ্চিত হয়নি। পোষাক শিল্পের মতো অন্য শিল্পেও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করে বিজিএমইএ। শ্রম মন্ত্রণালয় বলছে, শ্রমিকদের কল্যাণে মালিকদেরই এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রীর এই অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম আইনের কার্যকর প্রয়োগে নিরাপদ পরিবেশে শ্রমিকরা ভালো থাকলে দেশের সামগ্রিক অর্থনীতির চেহারাই বদলে যাবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি