ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বছরের প্রথম এল-ক্লাসিকোর তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৪ জুন ২০২২

দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগস্টে লা লিগা ফুটবলের শিরোপা রক্ষার মিশনে নামবে রিয়াল মাদ্রিদ। অপরদিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে ২০২২-২৩ লিগ মিশন শুরু করবে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

আগস্ট মাসের ১৩-১৪ স্প্যানিশ ফুটবলের শীর্ষ লীগ শুরু হবে এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন। মাঝে অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে টুর্নামেন্ট।

প্রতিবেশী গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগে মিশন শুরু করবে অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। ফিরতি ম্যাচ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে পরের বছর ১৯ মার্চ।

শুক্রবার আসন্ন ৯২তম মৌসুমের সেই মর্যাদাপূর্ণ প্রথম লড়াইয়ের তারিখ ও ভেন্যুর নাম জানিয়েছে স্পেনের শীর্ষ এই লিগটির কর্তৃপক্ষ।

এছাড়াও কর্তৃপক্ষ আরও জনিয়েছে, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যে দুই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ২৬ ফেব্রুয়ারি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি