বছরের প্রথম দিন আসিফ মাহমুদের পোস্ট, যা বললেন উপদেষ্টা
প্রকাশিত : ১৫:০৭, ১ জানুয়ারি ২০২৫
২০২৫ সালের প্রথম দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই পোস্টে সদ্যবিদায়ী ২০২৪ সালকে নিজের জীবনের শ্রেষ্ঠ বছর বলে জানিয়েছেন তিনি।
ওই পোস্টে তিনি বলেন, ‘২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’
আসিফ মাহমুদের ওই পোস্টের নিচে তাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান নেটিজেনরা।
সদ্য বিদায়ী সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এই প্লাটফর্মের অন্যতম সম্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ।
এএইচ
আরও পড়ুন