ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বজ্রকণ্ঠ, জয়, জয়-শেখ মুজিবুর রহমান

আবু ফরহাদ

প্রকাশিত : ১৬:৩৬, ৭ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

গর্জে ওঠে বঙ্গোপসাগর

উত্তাল তরঙ্গমালায় ঊর্মিমুখর

বিক্ষুব্ধ জলরাশি প্রতবিাদে ফেটে পড়ে

গগনবিদারী আওয়াজে ঝড় ওঠে

সংক্ষুব্দ হয়ে ওঠে এর বিস্তৃত ভূগোল।

এরই মাঝে ঢাকার রেসকোর্সে

গর্জে ওঠে শেখ মুজিবুর

বঙ্গোপসাগরের গর্জন ছাপিয়ে

এর তরঙ্গমালার সাথে শেখ মুজিবুর

কণ্ঠ বজ্রনিঘোর্ষে উপচে পড়ে সারা বাংলাদেশে।

বঙ্গোপসাগরের ঢেউয়ের পর্বত প্রমাণ জলরাশি

শেখ মুজিবের কণ্ঠের প্লাবন ছড়িয়ে দেয়

সে প্লাবনে ভেসে যায় কূল উপকূল।

শেখ মুজিবের বজ্রকণ্ঠ বাণী

বঙ্গোপসাগরেও তোলে তুফান-উথাল পাতাল

বাঙালির জীবনেও ওঠে ঘুুর্ণিঝড় উত্তাল,

স্বাধীনতা চাই

এ মন্ত্রণা শেখ মুুজিবের

তরঙ্গে তরঙ্গে এ মন্ত্রণা বাঙালিকে করে অকুতোভয়।

জলতরঙ্গের এ জোয়ার  রণতরঙ্গের ঝড় তোলে হঠাৎ

প্রত্যকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোল,

তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে

রণতরঙ্গে উত্তাল ঘর, উদ্বেল গ্রাম, মুখর স্বদেশ

শত্রুকে রুধিতে রণে সারা দেশ ধাবমান

শেখ মুজিবুর রহমান

একি মন্ত্র, একি শক্তি, একি সম্মান।

প্রাণপনে যুদ্ধ করে সবাই এ যে বাঁচার লড়াই

হাজার বছরের ইতিহাসে বাঙালির চাই

নিজের স্বদেশ সোনার বাংলাদেশ।

রক্ত রক্তে মিশে যায় প্রাণ

ঢেউয়ের দোলায় ওঠে কলতান

বঙ্গোপসাগরের ঊর্মিমুখর গাঙ্গয়ে বদ্বীপে

তরঙ্গে তরঙ্গে বজ্রের মতো বাজে বাংলাদেশের গান

শেখ মুজিবুর রহমান।

বজ্রমুষ্টি তর্জনি করে খাড়া

শালপ্রাংশু দীর্ঘদেহী ঋজু করে শিড়দাঁড়া

বলে হুশিয়ার সাবধান

আর আমার বুকের ওপর গুলি চালাবার চেষ্টা করো না।

সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে পারবা না।

আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ডুবাতে পারবে না।

রণ হুঙ্কারের বজ্রনিনাদে ওঠে ঝড়, ওঠে তুফান

শেখ মুজিবুর রহমান।

একি মন্ত্র, একি শক্তি, একি সম্মান।

আকাশ পাতাল সাগর পাহাড় ভূমি

বাংলাদেশের মৃত্তিকা যেন দূর্বার রণভূমি

ভয়ে শত্রুরা গেল রণছাড়ি

আবারও যেখানে বজ্রনিনাদে

স্বাধীনতা বলে মন্ত্রণা দিলে ছাড়ি

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

সেখানে এবার শত্রুরা দলে দলে

সমর্পণের  প্রার্থনা  করজোড়ে

দাসখত দেয় সমর্পণের দলিল দস্তাবেজে।

বঙ্গোপসাগরে আবারও আছড়ে পড়ে

উত্তাল ঢেউ, সারা দেশ জুড়ে উচ্চ কণ্ঠ

জয় বাংলার গান

বজ্র কণ্ঠ, জয় জয়, শেখ মুজিবুর রহমান।

পরিচিতি : কবি ও ব্যাংকার

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি