ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বদনামীয়া’য় উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী ও কারান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘হেট স্টোরি’ সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পেতে যাচ্ছে খুব শিগগিরই। তবে বড় পর্দায় আসার আগেই উত্তাপ ছড়াচ্ছেন উর্বশী রওটেলা এবং কারান ওয়াহি। ‘বদনামিয়া’ নামক ছবিটির একটি গান অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তাপ ছড়াতে ছড়াতে শুরু করে মিউজিক ভিডিওটি।

এর আগে হিমেশ রেশামিয়ার জনপ্রিয় ‘আশিক বানায়া আপনে’ গানের আইটেম নাম্বার প্রকাশের পর সম্প্রতি প্রকাশ করা হয় বদনামিয়া।

২ মিনিট ৪২ সেকেন্ডের এই ভিডিওটিতে কারান ওয়াহির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রোমান্স করতে দেখা যায় উর্বশীকে। মনোমালিন্য থেকে একে অপরের ঘনিষ্ঠ হতে দেখা যায় এতে।

দুই জনের মধ্যেকার রগরগে সেই রসায়ন বেশ ভালো ভাবেই ফুটে ওঠে পর্দায়।

প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে ভিডিওটি। গতকাল বুধবার প্রকাশের পর এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষবার ভিডিওটি দেখা হয়েছে।

বাদনামিয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক। মিউজিক করেছেন বামান ও চান্দ।

আগামী ৯ মার্চ মুক্তি পাবে সাবেক ‘বিউটি কুইন’ উর্বশী অভিনীতি সিনেমাটি। ধারণা করা হচ্ছে, হেট স্টোরি সিরিজের আগের তিনটি কিস্তির মতই চতুর্থ পর্বটিও ব্যবসা সফল হবে আশা করছেন সিনেমাটির পরিচালক ভিশাল পন্ডিয়া।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সূত্রঃ জি নিউজ

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি