ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বন জভির অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালেক জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৬ জুন ২০২২

আমেরিকান রকব্যান্ড বন জভির প্রতিষ্ঠাতা সদস্য এবং বেসবাদক অ্যালেক জন সুচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

রক ব্যান্ডের একজন মুখপাত্র রোববার এ ঘোষণা দেন। তবে এ ঘোষণায় তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

অ্যলেক জন ১৯৮৩ সালে বন জভির যাত্রার শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন। 

তার স্মরণীয় ও সাড়া জাগানো অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘লিভিন অন এ প্রেয়ার’, ‘ইউ গিভ লাভ এ  ব্যাড নেম’ এবং ‘ওয়ান্টেড ডেড অর এলাইভ’। 

ব্যান্ড দলের গায়ক জন বন জভি টুইটারে এক বিবৃতিতে বলেন, ‘প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ব্যান্ডদলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন।’

অ্যালেক জন ১৯৫১ সালের ১৪ নভেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি এক পর্যায়ে নিউ জার্সির সঙ্গীত অঙ্গনের প্রিয় মুখ হয়ে উঠেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি