বন বিভাগের স্মার্ট বাহিনীর গুলিতে ৫ জেলে আহত
প্রকাশিত : ১২:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদী সংলগ্ন সুন্দরবনের কটকা-কচখালী এলাকায় অবৈধভাবে মাছ শিকারে অনুপ্রবেশের সময় বন বিভাগের স্মার্ট বাহিনীর গুলিতে ৫ জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে টহলরত স্মার্ট বাহিনী কর্তৃক গুলি ছোড়ার ঘটনা ঘটে।
গুলিতে আহতদের মধ্যে মো. জয়নাল গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে পল্লী চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান কারা হয়েছে।
গুলিবিদ্ধ জেলে মোঃ জয়নাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় মোঃ জয়নালের হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়।
ট্রলার নিয়ে জেলেরা নিরাপদ স্থানে যাওয়ার সময় কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কচিখালীর সদস্যরা তাদের উদ্ধার করে এবং হাইস্পিট একটি বোর্টে করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাত তিনটার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
ডাঃ রুবাইয়াত আলী বলেন, ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়ে বেড়িয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি আর গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে গোপন একটি সূত্র বলেছে, আহত সকল জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। পাথরঘাটা থানর ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ছাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে বন বিভাগের কোন কর্মকর্তার বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।ৎ
এএইচ
আরও পড়ুন