ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বনশ্রীতে লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২২

রাজধানীর রামপুরা বনশ্রীতে লরির ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। তার নাম মো. আবু নাসের। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমিনবাজার ঈদগা গ্রামের আবু তাহেরের ছেলে।

রামপুরা থানার পুলিশের (উপ-পরিদর্শক) এসআই শাহরিয়ার জানান, আবু নাসের মোটরসাইকেল চালিয়ে তার অফিসে যাচ্ছিলেন। ফরাজী হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্রাক চাপা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় হেলমেটসহ তার মাথা চাকার নিচে পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সকাল পৌনে নয়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকেও আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহরিয়ার।

গত কয়েকমাসে রাজধানীতে বাস ও ট্রাকের চাপায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ জন্য চালকদের বেপরোয়া মনোভাব ও অসেচনতাকে দায়ী করছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর তাগিদ তাদের।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি