ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বনানীর একটি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। 

ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। এরপর ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। 

তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। 

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি