বনানীতে চির নিদ্রায় শায়িত এইচআর নিজাম
প্রকাশিত : ১০:২২, ১৫ অক্টোবর ২০২৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বেক্সিমকো স্পোর্টসের সিইও ওবায়েদ রশিদ নিজামের পিতা হারুন আল রশিদ নিজামের ২য় দফা জানাযা শেষে শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
তিনি বৃহস্পতিবার সকালে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে প্রথম এবং বাদ এশা বারিধারা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুম হারুন আল রশিদ নিজাম ১৯৪২ সালের ৫ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্য থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন। তার পিতা ওবায়েদুর রহমান নিজাম ছিলেন দেশ বরেণ্য ব্যবসায়ী। যার নামে চট্টগ্রামের প্রসিদ্ধ ‘ও আর নিজাম রোড’র নামকরণ করা হয়েছে।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে-মেয়ে, ৫ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন ছেলে ওবায়েদ রশিদ নিজাম।
এমএম//