ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনানীর বহুতল ভবনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি