বন্দুকযুদ্ধে আরো ১৩ মাদক ব্যবসায়ী নিহত (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৮, ৩০ মে ২০১৮ | আপডেট: ১৪:১৬, ৩০ মে ২০১৮
রাজধানীসহ সারাদেশে মাদকবিরোধী অভিযান ও নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে আরো ১৩ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৮ এবং মাগুরা ও বেনাপোলে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে ৫ জন। আহত হয়েছে র্যাব-পুলিশের ১০ সদস্য। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক।
মঙ্গলবার রাতে রাজধানীর ভাষানটেকের দেওয়ানপাড়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে ৩ মাদক ব্যবসায়ী।
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল শহরের কাছে মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারি সজিব শেখ নিহত হয়েছে। আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চুয়াডাঙ্গার সাতগাড়ীতে মাদক ব্যবসায়ী তানজিল নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ২ পুলিশ। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিলসহ অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লায় কোতয়ালী ও বুড়িচং-এ পুলিশের সাথে মাদক ব্যাবসায়ীদের আলাদা বন্দুকযুদ্ধে একজন নিহত ও একজন আহত হয়েছে।
র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে সিরাজগঞ্জের কামারখন্দেরমাদক ব্যবসায়ী আহসান হাবীব। আহত হয়েছে ৩ র্যাব সদস্য।
এদিকে মাগুরার বাটিকাডাঙ্গা মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মারা গেছে তিনজন। নিহতরা হলো বাচ্চু চোপদার, কিশোর অধিকারী কালা এবং রায়হান ঢালী বৃটিশ।
বেনাপোলের বড়আঁচড়া এলাকায় মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে দুইজন।
আরও পড়ুন