ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জে লেয়ার মুরগির খামার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৪৫, ৫ আগস্ট ২০১৮

খাদ্য ও ওষুধসহ উৎপাদন খরচ বাড়ায় লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জে লেয়ার  মুরগির খামার। পোল্ট্রি শিল্প বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে খামারীরা।

এই অঞ্চলে পোল্ট্রি খামারের যাত্রা শুরু ১৯৯৬ সাল থেকে। সেই থেকে নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষিত বেকার যুবকেরা স্বল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন প্রায় ৫ হাজার খামার।  দেখেন লাভের মুখও ।

কিন্তু বর্তমানে বেড়ে গেছে উৎপাদন খরচ। সেই তুলনায় ডিমের দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারীদের।

এতে বাধ্য হয়ে অনেকেই খামার বন্ধ করে দেয়ার কথা জানান।

এ অবস্থায় মুরগির উৎপাদন ও বিপণন একই স্থান থেকে নিয়ন্ত্রন করা এবং ক্ষতিগ্রস্ত খামারীদের সহায়তা প্রয়োজন বলে মনে করেন প্রাণি-সম্পদ কর্মকর্তা।

জেলায় বর্তমানে ১ হাজার ৭০টি লেয়ার, ২ হাজার ৪৪৯টি ব্রয়লার ও ১ হাজার ২১০টি হাঁসের খামার রয়েছে। খামারগুলো থেকে বছরে ৩০ কোটি পিস ডিম ও ২ লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি