ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫

বন্ধুত্ব করতে চাইলে, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে আগে তিস্তার পানি  ও সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো বলছি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলে বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সব নদীর উজানে তারা বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। এখন মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। আমাদের জেলে যারা মাছ ধরেন, তারা মাছ ধরতে পারেন না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার- কথায় কথায় আপনারা বলেন নিরপেক্ষ। নিরপেক্ষ কিন্তু এ জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। আর আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াতাড়ি নির্বাচনটা দিন। জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের কান্না এখন সমগ্র বাংলাদেশের মানুষের কান্না।  ১৫ দিন ধরে আমরা তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদানসহ দু'দফা দাবিতে আন্দোলন করছি। 

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থাকলো দেশের মানুষ ভেবেছিলো তাদের সাথে ভারতের বিরাট বন্ধুত্ব তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বোধ হয় আমরা পাবো। কিন্তু শেখ হাসিনা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। গত ১৬ বছর দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। অথচ তিস্তা নদীর ন্যায্য হিস্যা তো দুরের কথা এক ফোটা পানিও আনতে পারেনি। 

মির্জা ফখরুল বলেন, শুধু তিস্তা না আরও ৫৪টি নদী  ভারত থেকে দেশে আসছে সেগুলোর উজানে ভারত  এক তরফা ভাবে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিয়ে বিদ্যুত উৎপাদনসহ বিভিন্ন কাজ করছে। আর আমাদের দেশের মানুষ তাদের জমিতে ফসল ফলাতে পারছে না। তিস্তা পাড়ের দেড় কোটি মানুষ চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে।

তিনি বলেন, ভারত বর্ষা মৌসুমে এক তরফা পানি ছেড়ে দিয়ে আমাদের বাড়িঘর ফসলী জমি ডুবিয়ে দিচ্ছে আবার শুকনো মৌসুমে আমাদের পানি থেকে বঞ্চিত করছে। এ অবস্থা আর চলতে দেয়া যায়না। লড়াই করে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার ঘোষণাও দেন তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জাম দুদু , জাতীয় পার্টি (জাফর ) সভাপতি মোস্তফা জালাল হায়দার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা সাইফুল হক, তিস্তা বাাঁচাও আন্দোলনের আহবায়ক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু,  জেলা বিএনপির আহবায়ক সাইফুল হক, সাধারন সম্পাদক আনিসুল হক লাকু।

এদিকে দুই দফা দাবিতে রংপুর অঞ্চলের ৫ জেলা রংপুর , কুড়িগ্রাম নীলফামারী , লালমনিরহাট , ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর তীরবর্তী ১১ টি স্থানে এক যোগে এই কর্মসূচি চলছে। হাজার হাজার মানুষ অংশ নিয়েছে এই কর্মসূচিতে।

জাগো বাহে তিস্তা বাাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে দুদিন ব্যাপি অবস্থান ধর্মঘটের প্রথম দিনে কাউনিয়ায় তিস্তা পাড়ে শতাধিক  তাঁবু ও প্যান্ডেল বসানো হয়েছে। যেখানে তিস্তা পাড়ের রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সেখানে দুদিন দু'রাত অবস্থান করবে বলে আন্দোলনকারী বিএনপির জেলা আহবায়ক সাইফুল ইসলাম জানিয়েছেন। 

তিনি বলেন রাতভর সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি লাগাতার ভাবে চলবে। আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল তিস্তা নদীতে নেতে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। 

এদিকে মানুষের মাঝে দুদিন ব্যাপি লাগাতার অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে  অভাবনীয় সাড়া মিলেছে তিস্তা নদীর তীরবর্তী এলাকা যেন উৎসবে পরিনত হয়েছে। তিস্তা পাড়ের মানুষের আশা তাদের দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান হবে। 


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি