বন্ধুত্বের টানে বার্সায় নেইমার
প্রকাশিত : ১৪:৫৯, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৪৪, ২৩ আগস্ট ২০১৭
বার্সেলোনায় কাটিয়েছেন দীর্ঘ চার বছর। গড়ে তুলেছেন মেসি-সুয়ারেজের সঙ্গে অপ্রতিরোধ্য জুটি। এখন সবই স্মৃতি। রেকর্ড ট্রান্সফার ফি তে চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার।
তবে ভোলেননি সতীর্থদের। সম্প্রতি বন্ধুত্বের টানে হঠাৎ করেই বার্সেলোনায় আসেন নেইমার। দেখা করেন সাবেক প্রিয় সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে এবং ইভান রাকিটিচের সঙ্গে।
আর সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামে তার একটি ছবিও পোস্ট করেন লিওনেল মেসি। যে ছবিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে রয়েছেন সুয়ারেজ এবং নেইমার।
এদিকে কাতালান ক্লাবটি নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ ও নবায়নের জন্য দেওয়া বোনাসের অর্থ ফেরত চেয়ে মামলা করেছে। চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় নেইমারকে দেওয়া নবায়ন বোনাসের অর্থ ফেরত চেয়েছে ক্লাবটি।
আর/ডব্লিউএন