ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বন্ধুপ্রতীম যে কোনো দেশের কাছ থেকে জঙ্গিবাদ দমনে সহযোগিতা নেবে বাংলাদেশ

প্রকাশিত : ২০:৪৩, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪৩, ১৩ জুলাই ২০১৬

জঙ্গিবাদ দমনে বন্ধুপ্রতীম যে কোনো দেশের কাছ থেকে সহযোগিতা নেবে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলই সরকারের টার্গেট। আর সেজন্য প্রয়োজনে, আগ্রহী বন্ধুপ্রতীম যে কোনো দেশের কাছ থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা হওয়ায় গুলশান ও শোলাকিয়ার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়নি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মঙ্গোলিয়ায় দুই দিনের আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৪ই জুলাই, প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি