ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। 

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, রাতে ঘরে এসে জানতে পারেন তিনমাসের শিশু মারা গেছে। তার মা আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

তিনি বলেন, সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির মরদেহ নিয়ে ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা। 

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশাসন হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি