বন্যা পরিস্থিতির আরও উন্নতি
প্রকাশিত : ০৮:৩৬, ১৭ জুলাই ২০২৪
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। কমছে বেশির ভাগ নদ-নদীর পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে নদীভাঙন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে বেশির ভাগ নদ-নদীর পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা, কুশিয়ারা, সোমেশ্বরী ও মেঘনা নদীর পানি।
টাঙ্গাইলে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। যমুনা, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপদসীমার উপরে ঝিনাই নদীর পানি।
পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন। জেলার ছয় উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কয়েকটি স্থানে ভাঙনে নদীগর্ভে বিলিন হচ্ছে ফসলিজমি।
রাজবাড়ীতে কমছে পদ্মার পানি। তবে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের নিচে পদ্মার চরাঞ্চল পানিতে তলিয়ে থাকায় এসব এলাকার মানুষ এখনও দুর্ভোগে। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ফসলী জমি।
এএইচ
আরও পড়ুন