ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেশির ভাগ নদ-নদীর পানি বিপদসীমার উপরে

প্রকাশিত : ১১:৪১, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪১, ৮ আগস্ট ২০১৬

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, এখনো বেশির ভাগ নদ-নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর ত্রাণ বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। চারদিকে পানি আর পানি। প্রবল স্রোত, বন্যার পানি ভাসিয়েছে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলার শত শত গ্রাম। ক্ষেতের ফসল, বাড়িঘর হারিয়ে নি:স্ব হাজারো মানুষ। বন্যার পাশাপাশি কোথাও কোথাও নদী ভাঙনে বিলীন হয়েছে মাথা গোঁজার ঠাই। সহায় সম্বল হারিয়ে ওই সব মানুষের চোখে মুখে কেবলই হতাশার ছাপ। বন্যায় এবার সবচে’ ক্ষতি হয়েছে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, সিরাজগঞ্জ জেলায়। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন অনুযায়ি ত্রাণ সররবাহ বাড়ানোর পাশাপাশি বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় টিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আর ত্রাণ বিতরণে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অতিরিক্ত বৃষ্টি না হলে ওইসব নদীর পানি আর বাড়ার আশঙ্কা নেই বলে জানান এই কর্মকর্তা। দুই চার দিনের মধ্যে পানি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি