ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বন্যাকবলিত এলাকায় সরকারের অবহেলা: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৪ এপ্রিল ২০১৭

হাওরে ফসল ও প্রাণীসম্পদ ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে সরকারের তদন্ত প্রতিবেদনে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের স্বার্থেই ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার ঘটনা অন্য খাতে নিচ্ছে সরকার। বন্যাকবলিত এলাকায় সরকারের অবহেলার অভিযোগও করেন রিজভী। বলেন, সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে বলেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে জনগনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি