বন্যার পানি নামলেও কাটেনি দুর্ভোগ
প্রকাশিত : ১৪:৩০, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩০, ১৫ আগস্ট ২০১৬
বন্যার পানি নামলেও এখনো দুর্ভোগ কাটেনি দুর্গত এলাকার মানুষের।
দীর্ঘদিন পানিবন্দী থাকায় চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে রাজবাড়ির ৯ উপজেলার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, হাতে কাজ না থাকায় খাদ্যসংকটে আছেন বানভাসীরা। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও নতুন করে দেখা দিয়েছে তিস্তার ভাঙ্গন। গেলো ১ সপ্তাহে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের প্রায় ১০ গ্রামের ফসলী জমি ও ২ শতাধিক ঘর নদী গর্ভে বিলীন হয়েছে।
আরও পড়ুন