বন্যার্তদের জন্য ২৭০০ মেট্টিক টন চাল বরাদ্দ: ত্রাণমন্ত্রী [ভিডিও]
প্রকাশিত : ২০:৪৪, ১৮ জুন ২০১৮ | আপডেট: ২১:০৩, ১৮ জুন ২০১৮
মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ কাটেনি বানভাসী মানুষের।
মৌলভীবাজারসহ ১৩ জেলায় ইতোমধ্যে ২ হাজার ৭শ’ মেট্টিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এদিকে রোববার শহররক্ষা বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে সরকারী খাদ্য গুদামের প্রায় ৬শ টন চাল।
মনু ও ধলাই নদীর পানি কমতে শুরু করায় বন্যা কবলিত মৌলভীবাজার শহর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি।
তবে এখনো দুর্ভোগে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়ার প্রায় ২ লাখ মানুষ।
এ পরিস্থিতিতে মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় যোগ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এরইমধ্যে মৌলভীবাজারসহ ১৩ জেলার জন্য ২ হাজার ৭’শ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া হাওর ও নদনদী খননে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান মন্ত্রী।
এদিকে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে সরকারি ৪টি চালের গুদাম। এসব গুদামের চাল উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন।
জেলার খাদ্য নিয়ন্ত্রক মনোজ বিকাশ দাশ চৌধুরী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত চাল উদ্ধারে কাজ চলছে।
গেলো এক সপ্তাহে জেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে ৭ জন।
আরও পড়ুন