ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি নির্বাচন নিয়ে ব্যস্ত :মায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১০:১১, ২২ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বন্যাদুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বন্যা কবলিত উত্তরাঞ্চলের কয়েকটি জেলা পরিদর্শন শেষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন মায়া বলেন, বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। তারা জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত। আমি তাদের উদ্দেশে বলব, ফাঁকা আওয়াজ না দিয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান।

তিনি জানান, বন্যা প্লাবিত মানুষের জন্য এখন পর্যন্ত ১২ হাজার মেট্রিক টন চাল এবং ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার, বন্যার্ত প্রত্যেক জেলায় পানি বিশুদ্ধকরণ মোবাইল গাড়ি পাঠানো হয়েছে। ৩ হাজার বান্ডিল ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে।

মায়া বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়াদের খাবার, চিকিৎসা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল ছাড়াও এই মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি