ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্যার্তদের সহায়তায় ব্যাংকগুলোকে এগিয়ে আসার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১০, ১৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বন্যা দুর্গত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকএ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলার জারি করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, রান্নার স্টোভ সোলার প্যানেল) সহায়তা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

//আর//এআর//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি