ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আটক

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৪, ২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:০৪, ২ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টায় ওই চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা। তিনি জানান, পুলিশ সদস্যরা আটক জামিলকে অনুসরণ করছিল। কিন্তু সে বারবার স্থান পরিবর্তন করে। সর্বশেষ খাসেরহাট এলাকায় সে তার খালাতো ভাইয়ের বাসায় ছিল। সেখান থেকে তাকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ধাক্কা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)র শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ওইদিন প্রায় ৫ ঘণ্টা এবং পরদিন ফের মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি