ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ববিতে উপাচার্য ও উপ-উপাচার্যের বিরোধ প্রকাশ্যে

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

একাডেমিক অগ্রগতি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের উদ্দেশ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানির দেওয়া নোটিশকে অবৈধ উল্লেখ করে পাল্টা নোটিশ জারি করেছেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন।

গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি পর্যালোচনার জন্য সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে সভা আহ্বান করেন উপ-উপাচার্য। তবে এ নোটিশকে বিধিবহির্ভূত উল্লেখ করে ৬ ফেব্রুয়ারি চেয়ারম্যানদের এতে সাড়া না দেওয়ার নির্দেশনা দিয়ে পাল্টা নোটিশ জারি করেন উপাচার্য।

উপ-উপাচার্য কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সাকিজ উদ্দিন সরকারের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১১টায় উপ-উপাচার্যের কার্যালয়ে একাডেমিক অগ্রগতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে সকল বিভাগীয় চেয়ারম্যানদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত পাল্টা নোটিশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা হলেন উপাচার্য। তার অনুমোদন ছাড়া কোনো দপ্তরপ্রধান, কর্মকর্তা বা অন্য কেউ শিক্ষকদের উদ্দেশ্যে নোটিশ দিতে পারেন না। সেই হিসেবে উপ-উপাচার্যের পক্ষ থেকে পাঠানো নোটিশটি বিধিবহির্ভূত এবং তা আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে আমি চিঠি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আদেশ পালন করাই আমার দায়িত্ব।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, ‘আমাকে সরকার নিয়োগ দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় আইনে স্পষ্টভাবে বলা আছে, একাডেমিক দায়িত্ব আমার ওপর ন্যস্ত। চেয়ারম্যানদের সঙ্গে একাডেমিক আলোচনা করা কি অপরাধ? বরং আমাকে একাডেমিক দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তিন মাস ধরে আইন ভঙ্গ করা হচ্ছে।’

অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি