ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

ববিতে প্রক্টরের দায়িত্বে পরিবর্তন, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

গত কয়েকদিন ধরে অস্থিরতা বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। এমন পরিস্থিতিতে প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে নতুন প্রক্টর হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খানকে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ও মো. ইলিয়াস হোসেন (সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ)কেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রক্টরের দায়িত্ব গ্রহণের পরপরই ড. সোনিয়া খান ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন। 

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সন্ধ্যার পর শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি, র‍্যাগিং ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ।

নতুন প্রক্টর আরও জানান, ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরার নজরদারি বৃদ্ধি করা হবে এবং অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হন, তবে এর দায়ভার কর্তৃপক্ষ নেবে না।

এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর ড. সোনিয়া খান বলেন, সাম্প্রতিক সময়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধ করতে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিরসনে প্রশাসনের নেওয়া নতুন এসব পদক্ষেপ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ.টি.এম. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করা এবং প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি