ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ববিতে ভলিবলে চ্যাম্পিয়ন কলা ও মানবিক অনুষদ

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৮, ২৬ ডিসেম্বর ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে৷ রোববার সকালে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন৷ 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অধিক গুরুত্ব দিতে হবে। সহশিক্ষায় একটি জাতির মেধা ও মননশীলতা আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। মুজিববর্ষে আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সুস্থ ও সুন্দর মন গড়তে খেলাধুলা বা সহশিক্ষার বিকল্প নেই। বইপড়াও সহশিক্ষার আওতায়, যখন একাডেমিকের বাইরে যে বইগুলো পড়া হয়। তাছাড়া সহশিক্ষা অর্জন করে নিজের চিন্তাকে আরও সমৃদ্ধি করা যায়, যা সুনাগরিক হতে সাহায্য করে। একজন সুনাগরিক দেশের সম্পদ। সম্পদ তৈরি করতেই সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে যাচ্ছি, বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, অনুষদের টিম ম্যানেজার, বিভাগীয় প্রধান, জেলা ক্রীড়া অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। খেলায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদ৷

বিকেল সাড়ে ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ খেলায় মুখোমুখি হয় কলা ও মানবিক অনুষদ বনাম ব্যবসায় শিক্ষা অনুষদ তিন সেটের খেলায় প্রথম সেট ও তৃতীয় সেট কলা ও মানবিক অনুষদ জয়লাভ করে৷ খেলায় রানারআপ হয় ব্যবসায় শিক্ষা অনুষদ৷ খেলা শেষে বিজয়ী ও রানারআপদের মাঝে পুরষ্কার তুলে দেন উপাচার্য।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি