ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ববির অফিসিয়াল প্যাডে আওয়ামী সরকারের স্লোগান

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৫, ১৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:২৯, ১৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগের অফিসিয়াল প্যাডে 'শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' স্লোগান। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা গেছে।

রোববার (১৭ নভেম্বর) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই স্লোগানটি দেখা যায়। 

এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন, ‘হাসিনা প্রেম হয়তো ছাড়তে পারেনাই। হাসিনা থেকে মুক্তি পাইলেও তার রেখে যাওয়া ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোজীদের থেকে মুক্ত হইতে পারলাম না।’ 

‘অবশেষে আপা তাইলে টুস করে ববিতে ঢুকে পড়ছে’ বলে মন্তব্য করেন তারা।

একাধিক শিক্ষকের কাছে  বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ৩য় বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি