ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ববির নতুন ট্রেজারার অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:৫৯, ১৯ এপ্রিল ২০২২

অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেন।

এসময় তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রক্টর, হল প্রভোস্ট, সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি স্বতস্ফূর্তভাবে ফুল দিয়ে বরণ করে নেন।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমার একটাই ব্রত বরিশাল বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং একাডেমিক এটমসফিয়ার তৈরি করার জন্য যত রকমের উদ্যোগ নেয়া দরকার তা আমি গ্রহণ করবো। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক একেএম মাহবুব হাসানের ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ হয়। এর আড়াই বছর পর এই নিয়োগ হলো।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি