ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

বরগুণায় অপহৃত ২৭ জেলে উদ্ধার, আটক জলদস্যু বাহিনীর ৩ সদস্য

প্রকাশিত : ১৭:০০, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০০, ৩ মার্চ ২০১৬

বরগুণায় মুক্তিপনের দাবীতে আটক ২৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় আটক করা হয়েছে জলদস্যু মাষ্টার বাহিনীর ৩ সদস্যকে । বৃহস্পতিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশনে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধারকৃত জেলে ও আটক জলদস্যুদের হাজির করে কোষ্টগার্ড। এ সময় কোষ্টগার্ডের জোনাল কমান্ডার জানান, জলদস্যুবাহিনী পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিনে গভীর সমুদ্রে জেলেদের ওপর হামলা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পাথরঘাটা ষ্টেশন অভিযান চালায়। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি শুরু করলে কোষ্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা আত্মসর্মন করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। জেলেদের উদ্ধারের পাশাপাশি আটক করা হয় ৩ জনকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি