ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরগুনায় একটি চক্র বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের টাকা নিয়ে উধাও

প্রকাশিত : ০৮:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রকল্পটি ছিল বাড়িতে-বাড়িতে বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের। কিন্তু একটি চক্র টাকা হাতিয়ে নিয়ে এখন উধাও। এই ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। মোটা অংকের টাকার বিনিময়ে কিছু বাড়িতে ফিল্টার বসানো হলেও, প্রকল্প সংশ্লিষ্টদের টাকা দিয়ে প্রতারিত অনেকেই। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, টাকা নেয়ার বিষয়টি জানে না তারা। উপকুলীয় জেলা বরগুনার পাথরঘাটায় ভূগর্ভের পানিতে লবনের মাত্রা বেশি। তাই বৃষ্টি ও পুকুরের পানির উপর নির্ভরশীল বাসিন্দারা। এলাকায়পানি বিশুদ্ধকরণ ফিল্টারের চাহিদাও ব্যাপক। ৪ বছর আগে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিনামূল্যে ফিল্টার স্থাপনের কাজ শুরু করলেও মাঠপর্যায়ে মোটা অংকের টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। অনেকেই টাকা দিয়েও ফিল্টার পাননি। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রকল্পের কর্মিদের টাকা দেয়া হয়েছিল ভুক্তভোগিদের এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। প্রকল্পের আওতায় কতোগুলো ফিল্টার স্থাপন করা হয়েছে তার কোন তথ্য দিতে পারেনি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা। স্থানীয় প্রশাসন বলছে, প্রকল্পটি সম্পর্কে কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের কিছু জানায় নি। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশা এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি