ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

বরগুনায় টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১৩ এপ্রিল ২০২২

সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক জয়দেব রায়

সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক জয়দেব রায়

বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মোহনা টেলিভিশনের জাফর হোসেন হাওলাদারকে সভাপতি ও একুশে টেলিভিশনের জয়দেব রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফাহিম টাওয়ারে এক সভায় এ কমিটি গঠন করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সুমন সিকদার, সহ-সভাপতি দেশ টেলিভিশনের রিয়াজ আহমেদ মুছা, যুগ্ন সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের মালেক মিঠু, সাংগঠনিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরিফ হোসেন ফসল পাটোয়ারী ও অর্থ সম্পাদক বাংলাভিশনের সহিদুল ইসলাম স্বপ্ন।

সভায় সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি