ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ফণী

বরগুনায় প্রস্তুত রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবক

প্রকাশিত : ১৫:২৬, ৩ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ৩ মে ২০১৯

বরগুনায় দুপুরে থেকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ফণী’র সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রভাব ও জানমাল রক্ষায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুর ১টা থেকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে, জেলা প্রসাশনের পক্ষ থেকে নদী উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার কাজ চলছে। এদিকে রেডত্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি