ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় মুগডালের বাম্পার ফলন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১২:০৫, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মুগডালের বাম্পার ফলন হয়েছে বরগুনায়। বারি-৬ জাতের এ ডাল রপ্তানি হচ্ছে বিদেশে। লাভ বেশি হওয়ায় ডাল চাষে কৃষকের আগ্রহও বাড়ছে। তাদের উৎসাহ দিতে সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি অফিস।

এবার প্রথম বারের মতো বরগুনায় চাষ করা হয়েছে বারি-৬ জাতের মুগডাল। প্রথম বারেই বাম্পার ফলন পেয়ে উচ্ছসিত কৃষকরা।

অন্যান্য জাতের মুগডালের কেজি যেখানে ৪০ টাকা। সেখানে বারি-৬ জাতের মুগডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায়।

একটি বেসরকারী সংস্থা ৫০০ কৃষককে বারি-৬ জাতের মুগডালের বীজ দিয়েছিলো। জাপানে এই জাত রপ্তানীও করছে সংস্থাটি।

চাষাবাদে পরামর্শসহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস।

বরগুনায় এবছর ৪২ হাজার হেক্টর জমিতে মুগের চাষ হয়েছে, যা গত বছরের থেকে ১০ হাজার হেক্টর বেশি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি