ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বরিশাল নগরীতে জমে উঠেছে ইফতার পণ্যের বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১৫ জুন ২০১৭

রোজার প্রথমদিন থেকেই বরিশাল নগরীতে জমে উঠেছে মুখরোচক ইফতার পণ্যের বাজার। বাহারি নাম এবং দেশি-বিদেশি স্বাদের ইফতার সামগ্রী নিয়ে বিক্রেতারাও মহাব্যস্ত। বিকেল হতেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠে ইফতার বাজার। বেচাবিক্রিও বেশ ভালো।
প্রতিদিনই নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, বগুরারোড, ফজলুল হক এভিনিউ, বাজার রোড, চকবাজার,পোর্টরোডসহ অলিতে গলিতে ইফতারের পসরা নিয়ে বসেন দোকানীরা। ক্রেতাদের ভীড়ও দেখা যায় দোকানগুলোতে।
নগরীর অভিজাত দোকানগুলোতে অন্যান্য ইফতার সামগ্রি ছাড়াও পাওয়া যায় মুরগি মুসাল্লাম, চিকেন ডান স্টিক, চিকেন পুলি, গরুর কালো ভূনা, স্পেশাল হালিম, সানার পোলাউ, জামাই জিলাপি, চিকেন ফ্রাই ও বোরহানী। বেচাবিক্রিও বেশ ভালো বলে জানান বিক্রতারা।
দাম নাগালের মধ্যে হওয়ায় খুশি ক্রেতারাও।
নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে দাম ও মান নিয়ন্ত্রণে সহায়ক হতো বলেও মনে করেন তারা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি