ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের শাখা কার্যক্রম। শাখা সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মুহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে শুরু হয় শিবিরের দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব, যা চলবে ৪ ও ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফেসবুক স্ট্যাটাসে ববি শাখা শিবির সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করবে। সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী সংগঠনটি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, শিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে "প্রকাশনা উৎসব '২৫" অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে শিবির সভাপতি বলেন, "খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।"

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন প্রতিকূলতার কারণে সংগঠনটি প্রকাশ্যে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়নি বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি