ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২১ অক্টোবর ২০২১

দীর্ঘ আঠারো মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে৷ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ক্লাস পরিদর্শন করেন৷ এসময় শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মানা এবং সকল শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে  টিকা কেন্দ্র স্থাপন করার হবে বলে জানান তিনি।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ তুমন বলেন, দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হতে আমরা উচ্ছ্বসিত। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে৷ তবে দীর্ঘ বন্ধে আমাদের পরীক্ষা এবং প্রস্তুতি পিছিয়ে গেছে৷ সেশনজট কমিয়ে দ্রুত সেমিস্টার শেষ করার দাবি তার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি