ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৫, ১৭ জুন ২০২৪

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। 

এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ নামাজ আদায় করেন। 

এছাড়া দ্বিতীয় প্রধান জামাত হয় সকাল সাড়ে ৮টায় নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে। তবে জেলার বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই পীরের দরবারে। 

জেলার দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত সকাল ৮টায় উজিরপুরের গুঠিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে। তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত ঝালকাঠির এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

এছাড়া পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। দুটি করে জামাত হয় নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে। 

নগরীর আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন করা হয়। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। 

পুলিশ লাইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি বিনিময় করেন। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি