ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪০, ১৫ নভেম্বর ২০২১

বরিশালে সিটি কর্পোরেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হয়।

সোমবার সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এ সময়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবিরিয়া, নগর ভবনের মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারক হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বরিশাল ক্লাব কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলবে। জেলায় মোট ৪৬ হাজার ৩শ’ ৪৩ এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। 

আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই টিকা দেয়া হবে বলে নগর ভবনের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

জেলা ও মহানগরের সকল এইচএসসি পরীক্ষার্থীদের বরিশাল ক্লাব কেন্দ্রে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি