ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে বিএনপির মনোনয়ন নিলেন কামাল-চাঁন-শিরিনসহ ৫ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন দলের ৫ নেতা। আজ বুধবার সকাল ১০টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

বরিশানে যে ৫ নেতা মনোনয়ন ফরম তুলেছেন তারা হলেন- বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, দক্ষিন জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে মেয়র আহসান হাবীব কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। অন্যরা নিজেই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

১০ হাজার টাকার মূল্যমানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

মনোনয়ন ফরম বিতরণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন দেখার পরে আমরা সিলেট, রাজশাহী ও বরিশালের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে মনোনয়ন ফরম বিক্রি, জমাদান ও সাক্ষাৎকারের কাজগুলো আমরা সম্পন্ন করে রাখব।

এর আগে সকালে সিলেটের আরিফুল হক চৌধুরী নিজেই তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর রাজশাহীতে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি