বরিশালে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:৪৫, ২৮ অক্টোবর ২০১৭
বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের সমন্বয়ে ওই অঞ্চলের সব বানিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় এবং প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসুচি ২৫ অক্টোবর ২০১৭ বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের মহাব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল-ইসলাম, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফজলে কবির ১০ জন নারী উদ্যোক্তা ৩৪ জন পুরুষ উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে এসএমই ঋণ বিতরণ করেন।
ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতিটি ব্যাংকের বিতরণকৃত ঋণের কমপক্ষে ২০% হতে হবে এসএমই খাতে, উক্ত ২০% এর মধ্যে ৫০% হতে হবে কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতে। এছাড়া শিল্প ও সেবা খাতকে অধিক গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।
/ এআর /
আরও পড়ুন