বরিশালের ৬ জেলায় চলছে বাস ধর্মঘট
প্রকাশিত : ১১:১৮, ১০ আগস্ট ২০১৭
বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বাস মালিক সমিতির দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানা গেছে।
বাস মালিক সমিতির সভাপতিসহ অন্য নেতাদের ওপর হামলার ঘটনায় এ ধর্মঘট ডাকা হয়। একইসঙ্গে এ ঘটনায় মামলা না নেয়া এবং সড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদে এ ধর্মঘট ডাকা হয়। মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন।
তিনি বলেন, মঙ্গলবার আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
এদিকে এ কর্মসূচির ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত কোনো ধর্মঘটের ডাক দেয়া হয়নি।
//আর//এআর
আরও পড়ুন