ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরুশিয়াকে উড়িয়ে শীর্ষে ফিরলো বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো বায়ার্ন মিউনিখ। কোচ হিসেবে টমাস টুখেলের শুরুটা হলো দুর্দান্ত।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ে। এমন পরিসংখ্যানে ১৩ মিনিটে ডর্টমুন্ড গোলকিপারের হাস্যকর ভুলে এগিয়ে যায় বাভারিয়ানরা। 

৫ মিনিট পরই ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির আগে নিজের জোড়া পূর্ণ করে দলকে ৩-০ তে এগিয়ে দেন মুলার। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নের শেষ গোলটি আসে কিংসলে কোমানের পা থেকে। পরে দুই গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ডর্টমুন্ড। 

বুন্ডেসলিগায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। সবশেষ গত নভেম্বরে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের কাছে হেরেছিল তারা।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বায়ার্ন। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকছে বরুশিয়া ডর্টমুন্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি